কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা হাইওয়ে পুলিশের সুরক্ষিত কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়।
শনিবার ২৯ অক্টোবর বেলা ১১ টার সময় মাগুরা হাইওয়ে থানা চত্বরে হাইওয়ে পুলিশ রামনগর থানা, মাদারীপুর রিজিয়ন এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লিয়াকত আলী অফিসার ইনচার্জ রামনগর হাইওয়ে থানা মাগুরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জাহাঙ্গীর মোল্লা এস আই রামনগর হাইওয়ে থানা।
সুরক্ষিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, আবুল কাশেম মোল্লা চেয়ারম্যান ৩নং কছুন্দী ইউনিয়ন পরিষদ ও কছুন্দী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বাস মালিক গ্রুপের মোঃ রকিবুল ইসলাম রিপু কোষাধ্যক্ষ, মনিরুল ইসলাম সেলিম দপ্তর সম্পাদক, বিকাশ বৈদ্য যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান মিলন সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলো মাগুরা জেলা বাস মালিক গ্রুপের ৩৫ জন সদস্য গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা বলেন, পুলিশ জনতা, জনতাই পুলিশ। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ পুলিশদের ভূমিকা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি আরও বলেন, বিশ্বরোডে চুরি, ডাকাতি, মাদক চোরাকারবারি ইত্যাদি অপকর্মে রোধ করার জন্য হাইওয়ে পুলিশকে সবসময় সহোযোগিতা করতে মাগুরা জেলা বাসী ও কছুন্দী ইউনিয়ন বাসীকে আহবান করেন।
প্রিন্ট