কুষ্টিয়ার খোকসা রুলার হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার প্রকল্পের আওতায় খোকসা ডায়াবেটিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হবে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জানিপুর-শোমসপর রাস্তার কাদিরপুরে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এর যুগ্ম মহাসচিব ও সদস্য ইব্রাহিম হেলথ কেয়ার কমিটি অধ্যাপক ডাক্তার রশিদ-ই-মাহাবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার কামুজ্জামান সোয়েল, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন এসআর খান।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কুষ্টিয়া শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু।
|
আরো উপস্থিত থাকবেন খোকসা ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব, কমিটির আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধনী দিনের বিশেষজ্ঞ ডাক্তারগণ সকাল ৮টা থেকে দিনব্যাপী ফ্রি ক্যাম্পিংয়ের মাধ্যমে রোগী দেখা হবে ।
প্রিন্ট