ফরিদপুর উপজেলা পরিষদের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
আজ সকাল ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সবাইকেই তাদের সম্মান দিতে হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন । আজ তাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম , অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, যুদ্ধ কালীন কমান্ডার সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ।
অনুষ্ঠানে মোট ৪৩০ জনকে ডিজিটাল সনদপত্র স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয় এরমধ্যে জীবিত ২২৫ জনকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড এবং মৃত ২০৫ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদানের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
প্রিন্ট