পবিত্র শ্যামা পুজো উপলক্ষে ফরিদপুর শহরের মন্দিরে অসংখ্য ভক্তবৃন্দের ভীড় লক্ষ্য করা গেছে।
এদিকে পুজোর দিনে বৃষ্টি থাকার কারণে এবং বিরূপ আবহাওয়ার কারণে ভক্তবৃন্দরা ঘর থেকে বের না হলেও গত মঙ্গলবার ছিল ব্যতিক্রম। শহরের গোয়াল চামট , আলিপুর বান্ধব পল্লী, নিলটুলী স্বর্ণপট্টি সহ বিভিন্ন মন্দিরে অসংখ্য ভক্তবৃন্দের আগমন লক্ষ্য করা যায়।
শহরের সবচেয়ে আলোচিত মন্দিরটি ছিল সিং পাড়ার। পুরো মন্দিরটি করা হয়েছে গ্রামীণ পরিবেশের আবহে। এখানে অনেক রাত অবধি ভক্তবৃন্দ সমাগম ঘটে। এছাড়া শহরের আলিপুর বান্ধব পল্লীতে অনুষ্ঠিত হয় জমকালো সংস্কৃতিক অনুষ্ঠান ।
এখানে স্থানীয় বাসিন্দাদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাতটা থেকে শুরু অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। এছাড়া শহরের বিভিন্ন মন্দিরে চলে ডিজে গানের তালে তালে নাচ । আজ বুধবার রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শ্যামা পূজা।
প্রিন্ট