কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য রেলি বের করা হয় র্যালিটি শহর ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন আলী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা হাত ধোয়া অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস বলেন শিশুকাল থেকে শিশুদেরকে হাত ধোয়া কার্যক্রমের ওপর অভ্যস্ত করতে হবে। বাস্তব শিক্ষা গ্রহণ করাতে পারলেই শিশুরা সুস্থ থাকবে। তিনি এ ব্যাপারে অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতার পরামর্শ দেন।
প্রিন্ট