পাবনার চাটমোহরে সোমবার (১ ফ্রেবুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও পাবনা তিন আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ওয়াজি উদ্দিন খানের স্মরন সভা ও দোয়া মাহফিল পৌর সভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে স্মরণ সভায় এ্যাডঃ সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রয়াত ওয়াজি উদ্দিন খানের সহর্ধমিনী ছামছুন্নাহার খান।
বিশেষ অতিথি বক্তব্য দেন তাহমিনা তানমুন সাথী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক,সিনিয়র সহ- সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এলাহী বিশু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনী, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ শরিফ, অরবিটাল লিংক স্কুলের প্রতিষ্টাতা এম, এ মতিন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন, নব নির্বাচিত কাউন্সিলর ময়না খান প্রমূখ।
এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্টানটি সঞ্চলনা করেন প্যানেল মেয়র নাজিমুদ্দিন মিঞা। পরে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
প্রিন্ট