রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির দুরশুন্দিয়া গ্রামে শনিবার ২২ অক্টোবর দুপুরে বায়তুল নূর জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) মসজিদের নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে দুরশুন্দিয়া গ্রামে বায়তুল নূর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বায়তুল নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা, সানটেক্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি ও নারী উদ্যোক্তা জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতি সানটেক্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি ও নারী উদ্যোক্তা জাহানারা বেগম বলেন, তিনি বর্তমানে পরিবার পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছেন। দুরশুন্দিয়া নিজ গ্রামে নিজ জমির উপর ও নিজস্ব অর্থায়নে একটি মসজিদ নির্মাণের ইচ্ছা ছিল। নানা প্রতিকূলতা দূর করে সেই ইচ্ছার বাস্তবায়ন হতে চলেছে। ধর্মীয় শিক্ষা বিকশিত করা ও মসজিদের মুসল্লিদের সুবিধার্থে যখন যা প্রয়োজন তা করা হবে। মসজিদ নির্মাণসহ আনুষঙ্গিক কাজে প্রায় কোটি টাকা খরচ হবে বলে উল্লেখ করেন তিনি। মসজিদ নির্মাণ ও এর রক্ষণাবেক্ষণ কাজে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন মসজিদের প্রতিষ্ঠাতা জাহানারা বেগম।
প্রধান অতিথি পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মহতী কাজের জন্য নারী উদ্যোক্তা জাহানারা বেগমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তার মহতী কাজের সফলতা কামনা করেন তিনি। একইসাথে মহতী কাজের জন্য তাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন অত্র এলাকার আওয়ামী লীগের বলিষ্ঠ নেতৃত্ব খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম ও হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রোকন উদ্দিন বিশ্বাস (বকুল), কলিমহর ইউপি আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ মন্ডল, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, দুরশুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ বাবলু, কলিমহর ইউপির সাবেক মেম্বার আরশেদ আলী ও সাইফুল ইসলাম স্বপন, বিভিন্ন মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কলিমহর ইউপির সদস্যগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রিন্ট