মাগুরায় জেলা সাহিত্য মেলার শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২২ অনুষ্ঠানের আয়োজন। শুক্রবার ২১ অক্টোবর সন্ধ্যা ৭ টার সময় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা সাহিত্য মেলার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডঃ আশরাফুল আলম জেলা প্রশাসক, মাগুরা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ এমপি। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, বাবুল মিয়া উপসচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঢাকা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর, মোঃ খুরশীদ হায়দার টুটুল মেয়র পৌরসভা মাগুরা, রোকসানা পারভীন স্মৃতি উপপরিচালক বাংলা একাডেমি ঢাকা।
এছাড়াও দর্শক সারির আসনে উপস্থিত ছিলেন, যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সাবেক জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, মালেকা চক্ষু হাসপাতালের ডাঃ মোল্লা এ আর বাবুল রশিদ, সাংবাদিক বৃন্দগণ সহ সমাজের বিশিষ্ট গুণীজন ব্যক্তিগণ। জাতীয় পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম প্রচার প্রচারণার লক্ষ্যে মাগুরা জেলায় ২২ ও ২৩ অক্টোবর ২০২২ তারিখে ২ দিনব্যাপী জেলা সাহিত্য মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন চলবে।
শনিবার ২২ অক্টোবর সকাল ৯ টার সময় লেখকদের নাম নিবন্ধন, ১১.৩০ টা থেকে ১ টার সময়ে মাগুরা জেলার কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য বিষয় (মাগুরা জেলার সাহিত্য ও সংস্কৃতি, কবিতা, ছড়া ও পুথি সাহিত্য) নিয়ে আলোচনা করা। দুপুর ২ টা থেকে ৪ টার সময়ের মধ্যে লেখক-কর্মশালার জন্য নাম নিবন্ধন করা হবে।
২য় দিন রবিবার ২৩ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠের সময়সীমা বিষয়ে আলোচনা হবে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তন মাগুরা অডিটোরিয়ামে। জেলা সাহিত্য মেলার বাস্তবায়নে জেলা প্রশাসন মাগুরা, সমন্বয়ে বাংলা একাডেমি এবং পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
প্রিন্ট