ফরিদপুরে জাতীয় পত্রিকা কাল বেলার সুধী সমাবেশ আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালবেলা পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, মফিজ ইমাম মিলন, পান্না বালা, বীরাঙ্গনা মনোয়ারা বেগম, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, জাহিদ রিপন, শফিকুল ইসলাম মনি, মঞ্জুয়ারা সপ্না,,ওয়ালী নেওয়াজ বাবু, এসএম মনিরুজ্জামান, সাইফুল ইসলাম অহিদ, নার্গিস আক্তার, হারুন অর রশিদ , ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এ সময় প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার প্রবোধ, জাকের পার্টি সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুল হক সাজ্জাদ, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এস এম তমিজ উদ্দিন তাজসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নতুন জাতীয় পত্রিকা কাল বেলার সফলতা কামনা করেন। এবং এই পত্রিকা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কথা বলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন এই পত্রিকার সাধারণ মানুষের কথা বলবে , তাজা খবর তুলে ধরবে এবং পাঠকের চাহিদা পূরণ করতে পারবে। পাশাপাশি ফরিদপুরের সংবাদ গুলো যেন নিয়মিত এই পত্রিকায় সে ব্যাপারে এই পত্রিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এছাড়া শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বে তার লেখনীর মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রিন্ট