ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জর্জ একাডেমী খেলার মাঠে আজ (মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২) বিকেলে ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়েজিত বার্ষিক ভলিবল ক্রীড়া প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মধ্যে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ক্রীড়া কর্মকর্তা শাহীন সুলতান রাজা, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক এসএম ওবাদুয় রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন খান, বোয়ালমারী ছোলনা সালামিয়া ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এরশাদ সাগর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
খেলায় শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীকে হারিয়ে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
প্রিন্ট