ফরিদপুরের সদরপুর উপজেলায় গত শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পদ্মা ও আড়িয়াল খা নদীতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট তানিয়া আক্তার।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম.মাহমুদুল হাসান এর সার্বিক সহযোগিতায় ৫ হাজার মিটার ইলিশ মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে তা জনসম্মুখে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৮৫ এর ১০(গ) ধারা মোতাবেক পুড়িয়ে ফেলা হয়।
জেলেরা ভ্রাম্যমান অভিযান টের পেয়ে পালিয়ে যায়, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ অভিযান আগামী ২৯ আক্টোবর ২০২২ইং তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রিন্ট