আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১০:৫১ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৯, ২০২২, ১:৩২ পি.এম
সদরপুরে ৫ হাজার মিটার কারেন্ট জাল ভষ্মিভূত
ফরিদপুরের সদরপুর উপজেলায় গত শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পদ্মা ও আড়িয়াল খা নদীতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট তানিয়া আক্তার।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম.মাহমুদুল হাসান এর সার্বিক সহযোগিতায় ৫ হাজার মিটার ইলিশ মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে তা জনসম্মুখে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৮৫ এর ১০(গ) ধারা মোতাবেক পুড়িয়ে ফেলা হয়।
জেলেরা ভ্রাম্যমান অভিযান টের পেয়ে পালিয়ে যায়, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ অভিযান আগামী ২৯ আক্টোবর ২০২২ইং তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha