সবার জন্য জম্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা।
এতে আরো বক্তব্য দেন, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমূখ,।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন , উপজেলায় পৌর সভা ও প্রত্যেক ইউনিয়নে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জম্ম ও মৃত্যুর নিবন্ধন বাধ্যতামূলক।
প্রিন্ট