মাগুরা শালিখা ও মহম্মদপুর উপজেলায় জাতীয় কন্যা শিশুদিবস ২০২২ উদযাপন অনুষ্ঠান হয়।
মঙ্গলবার ৪ অক্টোবর সকাল ১০ টার সময় শালিখা উপজেলার হলরুমে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলার সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আসা কন্যা শিশু, অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিগণ।
এদিকে একই সময়ে মাগুরা মহম্মদপুর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উদযাপিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এমপি ডঃ শ্রী বীরেন শিকদার।
মাগুরা মহম্মদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। মহম্মদপুর উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহ হেল কাফি, মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন সহ প্রমূখ।
|
মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দগণ, বিভিন্ন গ্রাম থেকে আসা শিশু ও তাদের অভিভাবক সহ গণ্যমাণ্য ব্যাক্তিগণ।
প্রিন্ট