ফরিদপুরের সদরপুরে অবস্থিত বিশ^জাকের মঞ্জিল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রোগীর স্বজনেরা হাসপাতালে ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।
অভিযোগে জানা গেছে, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল গ্রামের জনৈক রাশেদ বেপারী (৭০) অসুস্থ্য হয়ে পড়লে তাকে বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেবার পর হাসপাতাল কতৃপক্ষ দীর্ঘ ৪০ মিনিট রোগীকে গেটে রেখে দেয় এবং কোন চিকিৎসা সেবা দেননি। পরে হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক রাশেদ বেপারীকে পরীক্ষা করে ফরিদপুরে রেফার্ড করেন। হাসপাতাল থেকে বের হবার পর
পরই মারা যায় রাশেদ বেপারী।
এ ঘটনার পর নিহত রাশেদ বেপারীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাংচুর চালায়। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মারা যাওয়া রোগীর স্বজনদের অভিযোগ, দীর্ঘক্ষন হাসপাতালের গেটে রোগীকে রাখা হয়।
এসময় চিকিৎসক ও নার্সদের রোগীর শারিরিক অবস্থা ভালো নয় জানালেও তারা কোন পদক্ষেপ নেননি। তাদের অবহেলার কারনেই রোগী মারা যায় বলে তাদের অভিযোগ।
বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতাল চিকিৎসক ডাঃ নওশাদ বিন কাদরি জানায়, অসুস্থা রাশেদ বেপারীকে হাপাতালে আনার সাথে সাথে আমরা তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে ফদিরপুরে রেফার্ড করি। বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতাল কতৃপক্ষ জানায়, রোগীর কোন অবহেলা হয়নি। তাকে ঠিকমতোই চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনেরা হাসপাতালে ভাংচুর করে। এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ করা হয়নি।
প্রিন্ট