কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজ প্রাক্তন ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক ছাত্রনেতা একরামুল হক খান চুন্নু এর অকাল প্রয়াণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার খোকসা সরকারি কলেজের হলরুম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আমিনুজ্জামান আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার হেলাল উদ্দিন, কুষ্টিয়া জজ কোর্টের সাবেক প্রীতি পি পি এডভোকেট একরাম হোসেন দুলাল, খোকসা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল আলম তসর প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন খোকসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ বাটু, মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কামাল, খোকসা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট পিএম সিরাজুল ইসলাম, খোকসা প্রেসক্লারা সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, প্রাক্তন ছাত্র কল্যাণ ফোরামের সদস্য রুহুল আমিন, তার দুই সন্তান বড় সন্তান শিশির, ছোট সন্তান শশী, ছোট ভাই বাচ্চুসহ অত্র এলাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ একরামুল হক খান চুন্নূ্র কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং বক্তাগণ বলেন যে তার মত একজন রাজনীতিবিদকে হারিয়ে সত্যিই আওয়ামী লীগ একজন নিষ্ঠাবান কর্মীকে হারিয়েছেন সবাই তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ছবি;
প্রিন্ট