খোকসা উপজেলা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
মঙ্গলবার দুপুরে তিনি খোকসা উপজেলা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় যান এ সময় তিনি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ক খোঁজখবর নেন, তিনি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কবিতা আবৃতি, ছড়া ও গান শোনেন এবং স্কুল ঘুরে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্কুলের পক্ষ থেকে স্কুলের ভ্যান এবং বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধান শিক্ষক, তিনি সব কথা শুনেন এবং আগামীতে সাধ্যমত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজেল আলী, স্কুলের প্রধান শিক্ষক দিলুয়ারা পারভিন, খোকসা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট