স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় কোরকদি ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কোরকদি ইউনিয়ন পরিষদের আয়োজনে, (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়নের চর বাসপুর মুজিব শতবর্ষ পার্ক প্রাঙ্গণে
ইউনিয়ন পরিষদের কার্যাবলী, ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, গণশুনানির আয়োজন এবং স্থানীয় সম্পদ আহরণ/কর ধার্য্য ও আদায়, নারী উন্নয়ন ফোরাম, স্থায়ী কমিটি সক্রিয়করণ ইত্যাদি বিষয় নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইএএলজি প্রকল্প ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ, নারী ও শিশুবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে কারিগরি সহায়তা প্রদান করছে। ফলে ইউনিয়ন পরিষদগুলো এখন মানুষের কাছে জনবান্ধব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। তিনি স্থানীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর হবে বলে জানান।
কোরকদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। তিনি পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উপস্থিত জনসাধারণকে বিস্তারিত বুঝিয়ে বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ নেছার,
দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকা স্টাফ রিপোর্টার নিরঞ্জন মিত্র (নিরু), ইউপি সচিব এস.এম. আরাফাত হাসান প্রমূখ।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন পেশাজীবী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে পল্লি কবি জসীম উদদীন নাট্য সংস্থার জেলার শিল্পীদের পরিবেশনায়, আনোয়ার পারভেজের পরিচালনায় বাল্য বিয়ের পরিনতি নাটকের মাধ্যমে ইউনিয়নের জনসাধারণকে সচেতন করা হয়।
প্রিন্ট