ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুমিরাদহে জমি রেজিষ্ট্রি নিয়ে দ্বন্দ্বে বড় ভাই কর্তৃক ছোট ভাইকে কুপিয়ে জখম 

মাগুরা  ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের কুমিরাদহ গ্রামের আপন বড় ভাই, জমি রেজিষ্ট্রেশন বিরোধের জের ধরে ছোট ভাই ও ভাস্তেকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করেছে।

গত শুক্রবার ২৩ সেপ্টেম্বর অনুমান সকাল ৮ টার সময় কুমিরাদহ গ্রামে দীর্ঘ ১৫ বছরের জমি রেজিষ্ট্রেশন করা নিয়ে এই মধ্যযুগীয় বর্বর হামলা। গতকাল রাত ১১ টার সময় মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, হাসপাতালের বেডে মারাত্মক আঘাতপ্রাপ্ত  জখম অবস্থায় শুয়ে আছে। মোঃ রেজাউল শেখ (৫৬), পিং- মৃত মমতাজ শেখ ও লিমন শেখ (২৪), পিং- মোঃ রেজাউল শেখ বলেন, আমার বড় ভাইয়ের কাছে দীর্ঘ ১৫ বছর পূর্বে সাড়ে ২৬ শতক জমি ক্রয় করে ছিলাম।

কিন্তু আমার বড় ভাই হবিবার শেখ (৬২), পিং- মমতাজ শেখ এই জমি আজও রেজিষ্ট্রি করে দেয়নি। তারই জের ধরে সকাল বেলায় দেশীয় অস্ত্র দিয়ে বাড়ির উপর থেকে আমাকে ও আমার ছেলে লিমন শেখ (গরীব বিশ্বাস ডিগ্রি কলেজে বিএসএস ১ম বর্ষ) দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করেছে।

এসময় দূর্বৃত্তরা চাইনিজ কুরাল, রামদা, ঢাল, সড়কি ও লাঠি নিয়ে আমাদের দুই বাপ-বেটার উপর অমানবিক হামলা চালায়। আক্রমণকারী লোকজন ছিলো, হবিবার শেখ (৬২), হাফিজার শেখ (৪০) পিং- উভয় মৃত মমতাজ শেখ, ট্রাক্টর চালক রিয়াজ শেখ(২৬) পিং- মৃত মমরেজ শেখ, মাদক সেবনকারী ওসমান শেখ (১৮) পিং- মৃত পিকুল শেখ, টিকুল শেখ (৩০) পিং- হবিবার শেখ এবং ৫ জন মহিলা সহ প্রায় অনুমান ১৫-২০ জন লোক ছিলো।

এই আক্রমণে লিমনের মাথায় ৮ টি সেলাই, নাকে ৬ টি সেলাই এবং রেজাউল শেখ এর মাথায় ১৫ টি সেলাই দেওয়া হয়েছে।  তারা এখন মুমূর্ষু অবস্থায় মাগুরা হাসপাতালে আছে। ইতিমধ্যে মাগুরা সদর হাসপাতালে সকাল ৯.৪০ টার সময় লিমনের (সা*২৪/২৩২) ও ৯.৪৫ টায় রেজাউল শেখ (সা*২৫/২৩৩) পুলিশ ফাইল রেজিস্ট্রার বহিতে কেস লিপিবদ্ধ  হয়েছে। ঘটনার এ ব্যাপারে মূলহোতা হবিবার শেখ এর সাথে যোগাযোগ করা হলে, ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। আইনের আওতায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুমিরাদহে জমি রেজিষ্ট্রি নিয়ে দ্বন্দ্বে বড় ভাই কর্তৃক ছোট ভাইকে কুপিয়ে জখম 

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :

মাগুরা  ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের কুমিরাদহ গ্রামের আপন বড় ভাই, জমি রেজিষ্ট্রেশন বিরোধের জের ধরে ছোট ভাই ও ভাস্তেকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করেছে।

গত শুক্রবার ২৩ সেপ্টেম্বর অনুমান সকাল ৮ টার সময় কুমিরাদহ গ্রামে দীর্ঘ ১৫ বছরের জমি রেজিষ্ট্রেশন করা নিয়ে এই মধ্যযুগীয় বর্বর হামলা। গতকাল রাত ১১ টার সময় মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, হাসপাতালের বেডে মারাত্মক আঘাতপ্রাপ্ত  জখম অবস্থায় শুয়ে আছে। মোঃ রেজাউল শেখ (৫৬), পিং- মৃত মমতাজ শেখ ও লিমন শেখ (২৪), পিং- মোঃ রেজাউল শেখ বলেন, আমার বড় ভাইয়ের কাছে দীর্ঘ ১৫ বছর পূর্বে সাড়ে ২৬ শতক জমি ক্রয় করে ছিলাম।

কিন্তু আমার বড় ভাই হবিবার শেখ (৬২), পিং- মমতাজ শেখ এই জমি আজও রেজিষ্ট্রি করে দেয়নি। তারই জের ধরে সকাল বেলায় দেশীয় অস্ত্র দিয়ে বাড়ির উপর থেকে আমাকে ও আমার ছেলে লিমন শেখ (গরীব বিশ্বাস ডিগ্রি কলেজে বিএসএস ১ম বর্ষ) দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করেছে।

এসময় দূর্বৃত্তরা চাইনিজ কুরাল, রামদা, ঢাল, সড়কি ও লাঠি নিয়ে আমাদের দুই বাপ-বেটার উপর অমানবিক হামলা চালায়। আক্রমণকারী লোকজন ছিলো, হবিবার শেখ (৬২), হাফিজার শেখ (৪০) পিং- উভয় মৃত মমতাজ শেখ, ট্রাক্টর চালক রিয়াজ শেখ(২৬) পিং- মৃত মমরেজ শেখ, মাদক সেবনকারী ওসমান শেখ (১৮) পিং- মৃত পিকুল শেখ, টিকুল শেখ (৩০) পিং- হবিবার শেখ এবং ৫ জন মহিলা সহ প্রায় অনুমান ১৫-২০ জন লোক ছিলো।

এই আক্রমণে লিমনের মাথায় ৮ টি সেলাই, নাকে ৬ টি সেলাই এবং রেজাউল শেখ এর মাথায় ১৫ টি সেলাই দেওয়া হয়েছে।  তারা এখন মুমূর্ষু অবস্থায় মাগুরা হাসপাতালে আছে। ইতিমধ্যে মাগুরা সদর হাসপাতালে সকাল ৯.৪০ টার সময় লিমনের (সা*২৪/২৩২) ও ৯.৪৫ টায় রেজাউল শেখ (সা*২৫/২৩৩) পুলিশ ফাইল রেজিস্ট্রার বহিতে কেস লিপিবদ্ধ  হয়েছে। ঘটনার এ ব্যাপারে মূলহোতা হবিবার শেখ এর সাথে যোগাযোগ করা হলে, ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। আইনের আওতায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট