দৈনিক সময়ের প্রত্যাশা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের সদস্য কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নিলা বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার জুগিয়া সবজি ফার্মপাড়ায় নিলার বাড়িতে গিয়ে তার মা বাছিরন আক্তার ও পরিবার সদস্যদের শুভেচ্ছা জানান।
এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, নিলা আমাদের দেশের গর্বিত সন্তান। কুষ্টিয়ার মুখ উজ্জ্বল করেছে নিলা। সে কুষ্টিয়ায় আসার পরে কুষ্টিয়া জেলা প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে। নিলুফা ইয়াসমিন নিলার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
নিলার মা বাছিরন আক্তার বলেন, ডিসি, ইউএনও এবং ক্রীড়া সংস্থার লোকজন আমাদের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে এসেছিলেন। শুভেচ্ছা জানিয়েছেন আমাদের। নিলা কুষ্টিয়ায় আসলে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি। তিনি আধা ঘন্টা মতো আমাদের বাড়িতে ছিলেন।
প্রিন্ট