চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ১ শত ৭০ জন কৃষকের মাঝে বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) সকালে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা চত্তরে উপস্থিত থেকে সার বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, ১ শত ৭০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ৫ কেজি এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার বিতরন করা হয়েছে।
প্রিন্ট