ফরিদপুরের বোয়ালমারীতে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে উপজেলার দুটি স্থান থেকে সোমবার রাতে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের একটি বাগানের মধ্যে একদল লোক তাস দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন গোয়ালবাড়ী গ্রামের লক্ষণ রায়ের ছেলে বিপুল রায় (৩০), চরদৈতরকাঠি গ্রামের আলমগীর শেখের ছেলে বিল্লাল শেখ (৪২), লংকারচর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ রাজিব মিয়া (২৯), কাদের বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস (৩১), ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে কুটিশ্বর কুমার মন্ডল (৪০) এবং অনন্ত বাইনের ছেলে পরিমল বাইন (৪৩)। সোমবার রাতেই প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় উল্লেখিত ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
এছাড়া পৃথক ঘটনায় সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার দাদপুর ইউনিয়নের বাহিরদিয়াগামী কাঁচা রাস্তার উপর জুয়া খেলার সময় পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর চরপাড়া গ্রামের হারুন মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৩০), সাদেক শেখের ছেলে হারুন শেখ (৫০), পার্শ্ববর্তী সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের হারেজ মোল্লার ছেলে মাহাবুব মোল্যা ও আনসার মোল্লার ছেলে বেল্লাল মোল্লা (৩৪)। এ ঘটনায়ও রাতেই মামলা হয়েছে। পৃথক দুই মামলায় গ্রেপ্তারকৃত ১০ জনকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল হোসেন বলেন, তাস দিয়ে জুয়া খেলার অপরাধে দায়েরকৃত পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃত ১০ জনকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট