মাগুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের উপর অভীষ্ট উপকার ভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় উপজেলা বিআরডিবি হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে ৩ দিন মেয়াদে ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান।
এছাড়াও প্রশিক্ষণ বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেবাশীষ কুমার দাশ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ নূর-এ-নবী। প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী হলরুমে উপস্থিত ছিলেন। অপ্রধান শস্য প্রকল্পের ৩ দিন মেয়াদে শস্য ফসল- মসুর ডাল, মুগ ডাল, হলুদ, পেয়াজ, মরিচ, রসুন, আদা ইত্যাদি এবং তৈল জাতীয় ফসল- সূর্যমুখী, রায়, সরিষা, মসনে, তিল ইত্যাদি ফসলের উন্নত আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক চাষাবাদ সম্পর্কে ৪০ জন সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।
ইতিমধ্যেই মাগুরা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাগুরা জেলার বিভিন্ন অঞ্চলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে।
প্রিন্ট