ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের নীলটুলি তে প্রথমবারের মতো পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা।
এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী দিনে আরতি প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে স্বর্ণশিল্পী ইউনিয়নের সভাপতি সজল কুমার দত্ত এবং সাধারণ সম্পাদক শীতল কর্মকার নয়ন জানান, ফরিদপুরে নীল টুলিতে প্রথমবারের মতো বিশ্বকর্মা পূজার আয়োজন করেছেন তারা। এখন থেকে প্রতি বছরই এই পূজাটা অনুষ্ঠিত হবে। এদিকে এই পুজো উপভোগ করতে ফরিদপুর শহর ছাড়াও আশেপাশের এলাকা হতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় ।
উল্লেখ করা যেতে পারে জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন বিগত দিনে স্বর্ণ শিল্পীদের কল্যাণার্থে বেশ কিছু দৃশ্যমান ও উন্নয়নমূলক কাজ করেছে। এর মধ্যে ছিল কারিগর অসুস্থ কারিগর বাবুর চিকিৎসার্থে ৪২০০০ হাজার টাকার অনুদান প্রদান।
প্রয়াত স্বর্ণশিল্পী জগদীশের পরিবারের সাহায্যার্থে ৫০ হাজার টাকার সাহায্য প্রদান, দুর্গাপূজার অষ্টমীর দিনে পুষ্পান্ন বিতরণ এবং গত বছর সিনিয়ার কারিগর মধ্যে দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করে সংগঠনটি । বর্তমানে এই ইউনিয়নের সদস্য প্রায় চার শতাধিক বলে তারা জানায় ।
প্রিন্ট