অরুন বসুর স্মারক গ্রন্থ প্রকাশনায় উদ্যোগে শনিবার সন্ধ্যায় অরুণ বসু স্মারক গ্রন্থ প্রকাশনা জন্মের প্রাণ শুভক্ষণ স্মরণ অনুষ্ঠান ফরিদপুর পৌরসভার চতুর্থ তলায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মঙ্গল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অঞ্জলি বালা। অনুষ্ঠানে অরুণ বোসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, সাহিত্যিক স্বাওকী হালদার, নিমাই গাঙ্গুলী, কুদরত এ হুদা, প্রথমার কর্মকর্তা জাবেদ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, নিমাই গাঙ্গুলী, অরুণ বসুর পুত্র মেঘমল্লার বসু, স্ত্রী কবিতা গোস্বামী।
অনুষ্ঠানের সংগীত পরিবেশনা করেন বাদল দাস ও স্টিভ তূর্য বারই।
অনুষ্ঠানের শেষ পর্বে অরুণ বসুর গ্রন্থের প্রকাশনা করা হয় এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
প্রিন্ট