বাংলাদেশ যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রীতম জামান টাওয়ার, পুরাতন পল্টন ঢাকা কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান এই ১ বছরের জন্য মাগুরা জেলা আংশিক কমিটি অনুমোদন করেন।
আংশিক কমিটিতে মোঃ ওবায়দুল্লাহ বিন হাফিজ কে সভাপতি, মোঃ শাকিল জামানকে সাধারণ সম্পাদক এবং মোঃ আরজ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মোঃ ওবায়দুল্লাহ বিন হাফিজ বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
আমাকে মাগুরা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি করায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের সন্মানিত আহবায়ক ডঃ রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় উপকমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, মাগুরা জেলা শাখা এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে। মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে।
স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশের মানুষের মুক্তি মেলেনি। মানুষ অধিকার বঞ্চিত, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে মানুষের ভোটাধিকার নেই। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করনে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।
প্রিন্ট