দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সনাতনী ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবীর, আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, সাংগঠনিক সম্পাদক ডিউবী সিকদার, পাঠ চক্র সম্পাদক অ্যাডভোকেট প্রীতি কণা রাহা, পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার, সদস্য ফারিয়া শাহনেওয়াজ, ছাত্র ইউনিয়নের সভাপতি আবরার নাইম ইতু ।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে যাতে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয় সেজন্য সরকারের নিকট দাবি জানান হয়।
প্রিন্ট