ফরিদপুর পৌরসভার আয়োজনে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
আজ রবিবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে ফাইনালে তারা রাজীব স্পোটিং ক্লাবের সাথে ১-১ গলে ড্র করলেও । পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
এদিন মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি , জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডি এফ এ, এর সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এরপর খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষে রহিম এবং রাজীব স্পোটিং এর পক্ষে আলিফ নিজ নিজ দলের পক্ষে গোল করেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌরসভার মেয়র ও টুর্নামেন্ট কমিটির সভাপতি অমিতাভ বোস। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফরিদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাসুদ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস খান। সহ অন্যান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত শেখ রাসেল ক্রীড়া চক্রের রহিম ,ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন ভাঙ্গার মোঃ রাজ। তাদের হাতে টেস্ট ও প্রাইজমানি তুলে দেয়া হয়।
খেলাটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম, প্রণব মুখার্জি, আজাদ হোসেন চতুর্থ রেফারি তোফাজ্জল হোসেন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন।
প্রিন্ট