পাবনার চাটমোহরে (১৮ অক্টবর) শুরু হতে যাচ্ছে চাটমোহর প্রিমিয়ার লিগে( সিপিএল)।এ উপলক্ষে অনুষ্ঠিত হলো লীগে অংশগ্রহন কারী দলগুলোর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠান।
চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজন শনিবার ১০ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় নিলামের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমির সভাপতি মোছাঃ মমতাজ মহল।
সিপিএল মোট ৫ টি দল শহীদ শামসুদ্দীন স্মৃতি সংঘ,বন্ধন ক্রিকেট ক্লাব,রেলবাজার রয়েলস,চাটমোহর নাইট রাইডারস, স্পোর্টস হাউস তাদের পছন্দের খেলোয়াড় বাছাই করে নেন দলগুলোর কোচ ও ম্যানেজারেরা।
এসময় উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলু, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক জিয়ারুল হক সিন্টু, চাটমোহর উপজেলা প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির প্রমখ উপস্থিত ছিলেন।
চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারন সম্পাদক ফজলুর রহমান কালুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সহ সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস রাজু।
অনুষ্টানের শুরুতে লটারির ম্যাধমে ১১২ জন জন খেলোয়াড়ের মধ্য ৫ টি দল ৭৫ টি খেলোয়াড় বাছাই করে নেন।
প্রিন্ট