অ্যাপলের সিইও টিম কুক অ্যাপলের এয়ারপডস প্রো-এর একটি নতুন মডেল ঘোষণা করেছেন, যা নয়েজ-বাতিল করার সঙ্গে ওয়্যারলেস ইয়ারবাড হিসেবে কাজ করবে।
এতে ফোনের চার্জার কেবল ব্যবহার ছাড়াও অ্যাপল ওয়াচের চার্জার ও ব্যবহার করা যাবে।
প্রতিটি ইয়ারফোন ৬ ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ দিবে এবং চার্জিং কেস মোট ৩০ ঘন্টা ব্যাকআপ দিবে। তার মানে একবার কেস চার্জ করলেই সেটা দিয়ে ইয়ারবাড গুলো ৫ বার ফুল চার্জ করা যাবে।
অ্যাপল বলছে এটা তাদের সবচেয়ে ভালো নয়েজ বাতিল করার ওয়ারলেস ইয়ারফোন। ২৩ সেপ্টেম্বর থেকে এটি বাজারে আসবে। এর দাম হবে ২৪৯ মার্কিন ডলার।
আরও পড়ুনঃ নতুন আইফোনের মডেল বের করলো অ্যাপল
প্রিন্ট