ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জর্জ একাডেমি সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটির উপজেলা শাখা।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মনির হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, দ্রুত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
আরও পড়ুনঃ নড়াইলের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আওয়ামীলীগের হামলা, পুুলিশের গুলিবর্ষন আহত ৫০
প্রিন্ট