ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-।। প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় খরিপ-১/২০২১-২২ মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় নহাটা ইউনিয়নের রনজিৎপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহম্মদপুর, মাগুরা এর বাস্তবায়নে, প্রদর্শনীর ধরন- ভ্যালিডেশন ট্যায়াল, ফসল- আউশ ধানের বিষয় নিয়ে কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি আলহাজ্ব কায়েম মোল্যা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহম্মদপুর মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শরীফ আমিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কমকর্তা মোঃ একলাচুর জামান ও উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কমকর্তা মোঃ রমজানুল আমিন। এ সময় মাঠ দিবসে নহাটা ব্লক থেকে ৮৫ জন কৃষক সভায় উপস্থিত ছিলেন।
প্রিন্ট