রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির এক সভা সোমবার ২৯ আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, শিল্পকলা একাডেমীর সদস্য ও পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সদস্য ও পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, শিল্পকলা একাডেমীর সদস্য ও নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু, শিল্পকলা একাডেমীর সদস্য ও সংগীত শিল্পী বর্ণালী দত্ত, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় শিল্পকলা একাডেমীর আয়োজনে খুব শিঘ্রই “তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি” বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রিন্ট