মাগুরায় বাংলাদেশ কৃষক লীগ মাগুরা জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার ২৭ আগস্ট সকাল ১০ টার সময় শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগার মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন, মাগুরা জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ।
শোকসভায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, সভাপতি জেলা আওয়ামীলীগ আফম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাবেক জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, সাবেক জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট এবিএম তরিকুল ইসলাম।
এছাড়াও শোক সভায় উপস্থিত ছিলেন, পৌর কৃষক লীগের সভাপতি বাবু মিয়া কৃষক লীগের জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য লাল মিয়া, কৃষক লীগের সদর থানা সাংগঠনিক সম্পাদক আনসার আলী টিটু, জাহিদুল ইসলাম সহ জেলা-উপজেলার সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মাগুরা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান উন্নয়ন কর্মকাণ্ড ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তিনি আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও সরকার করে বাংলাদেশের উন্নয়ন ও দেশের মানুষের সেবা করার জন্য প্রস্তুতি নেবেন।
আরও পড়ুনঃ মাগুরায় আওয়ামী লীগ- বিএনপির ধাওয়া ও পাল্টা ধাওয়া
আর বিরোধী দল বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের উস্কানীমূলক প্ররোচনায় আপনারা বিভ্রান্ত হবেন না।
প্রিন্ট