ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয় ফুটবল টু্র্নামেন্টের আয়োজনে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি মো. ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ খেলার বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধধারণ সম্পাদক শাহ্ মোহাম্মাদ ইশতিয়াক আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা, পৌর মেয়র সাইফুর রহমান,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনির ।
ফুটবল টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আলফাডাঙ্গা ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌকির আহম্মেদ ( ডালিম)।
কাজী রেন্ট এ- কার মালিক মো. হানিফ কাজী ও মেসার্স রোজ মটরস স্বতাধিকারী রবিউল ইসলাম রবিন খেলায় কয়ে’ক শতাধিক জার্সি সৌজন্যে উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন আ.লীগ কেন্দ্রীয় উপ কিমিটির সাবেক সহ- সম্পাদক মো. নুরুল হাসান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফউদ্দিন তারা,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, টগরবন্দ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিয়া,দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনায়েত হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মো. ইকবাল হোসেন প্রমুখ।
আরও পড়ুনঃ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
প্রথম সেমিফাইনাল খেলায় বোয়ালমারী একাদশ বনাম বালিয়াকান্দি ফুটবল একাদশ খেলায় আংশ গ্রহণ করেন। রেফারীর দায়িত্বপালন করেন প্রভাষক আসলাম হোসেন এবং ধারাভাষ্যকার দায়িত্বে ছিলেন প্রভাষক মাহিদুল হক,প্রবীর কুমার বিশ্বাস ও আলফাডাঙ্গা সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক আবুল বাশার শেখ ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক ব্যক্তিবর্গ , শিক্ষক, শিক্ষার্থীরা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রিন্ট