শৈলকুপা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহম্মেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহম্মেদ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দায়িত্ব গ্রহণ করেন। এসময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিতি ছিলেন। চেয়ারে বসার আগে সকালে তিনি দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুনঃ অস্ত্র-বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছরের দণ্ড
প্রিন্ট