ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী এবং বিক্রির অপরাধে সুইট হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচীর আওতায় বুধবার দুপুরে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযান চালানো হয়।
সেসময় শহরের সুইট হোটেল ও ভাই ভাই কনফেকশনারিতে অস্বাস্থ্য, নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিক্রির অপরাধে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। মানবাধিকার কর্মী ও সাংবাদিক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, আবিদুর রহমান লালুর মালিকানাধীন সুইট হোটেলে বাসি গ্রিল ও বিভিন্ন খাবার বিক্রি হচ্ছিল।
এ সময় হাতেনাতে প্রমানিত হওয়ায় স্ইুট হোটেলকে ৩০ হাজার ও ভাই ভাই কনফেকশনারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক
প্রিন্ট