কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় সড়ক ও ড্রেন ১৮ লাখ টাকা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২আগষ্ট) সকালে ভেড়ামারা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল গাফফারের বাড়ি থেকে আব্দুস সাত্তারের বাড়ি পর্যন্ত ১৩৮ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৩ মিটার প্রস্থ, আরসিসি ঢালাই সড়ক ১৮ লাখ টাকা নির্মাণ ব্যয়ে এ কাজ উদ্বোধন করা হয়। এ নির্মাণ কাজটি করছেন এবিএম ওয়াটার কনস্ট্রাকশন লিমিটেড।
জানাগেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্ত করণে মোট ৮ কোটি ৬০ লাখ টাকার ব্যয়ে প্রকল্প অনুমোদন হয়েছে।
এলজিইডি ইম্প্রভমেন্ট আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের (আই ইউ আই ডিপি ২য় পর্ব) আওতায় ও সহায়তায় সড়কের এ কাজ বাস্তবায়ন হচ্ছে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সবুজ বলেন, এ রাস্তাটি থাকলেও যানবাহন ও মানুষ চলাচলের অনুপযুক্ত ছিল। বছরের অধিকাংশ সময় ধরে কাঁদা ও পানিতে ডুবে থাকতো। ১৩৮ মিটার পথের জায়গায় দেড় কিলোমিটার ঘুরে যেতে হতো। এছাড়াও দুই ধারের বাসিন্দাদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
আরও পড়ুনঃ মাদক মামলায় ভেড়ামারার ১জনের কারাদন্ড
পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ করা হচ্ছে। দীর্ঘস্থিয়ী পরিকল্পনা মাফিকভাবে এ কাজ করা হচ্ছে। এতদিন যান চলাচল ও জলাবদ্ধতার যে দুর্ভোগ ছিলো আর থাকবে না বলে তিনি জানান।
উদ্বোধনের সময় উপস্তিত ছিলেন, পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সবুজ, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার, ¯স্থানীয় বাসিন্দা ও জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু ওয়ার্ড জাসদের সাধারণ মো. আবেদ আলী প্রমখু।
প্রিন্ট