কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে দগ্ধ রিমন হোসেন (১৪) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ অগ্নিকান্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহত রিমন দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের করিম হোসেনের ছেলে।
গত শুক্রবার (১২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের মহিষাডোরা নামক স্থানে দফাদার ফিলিং স্টেশনে তেল আনলোড করার সময় হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের সাজুল (২৭) ও বিজয় (২২) নামে দুজনের মৃত্যু হয়।
এর পরে গত ১৪ আগস্ট দিনগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন মো. রাজিব উদ্দিন (২৫) নামে একজন একই হাসপাতালে মৃত্যু বরণ করেন।
দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের করিম হোসেনের ছেলে। আগুনে দগ্ধ রিমন হোসেন (১৪ ) ১৮ আগষ্ট রাতে মারা গেলেন। বর্তমানে ওই ঘটনার দগ্ধ ফিলিং স্টেশনের আমদহ গ্রামের আরও ২ কর্মচারী বিদ্যুৎ ও রনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দুজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থায় আশংকা জনক।
আরও পড়ুনঃ শৈলকূপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা! স্বজনদের অভিযোগ যৌতুকের দাবিতে হত্যা
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ফিলিং স্টেশনের অগ্নিকান্ডের ঘটনায় রিমন নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪জন।
প্রিন্ট