জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, হামদ-নাত সহ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ১৫ আগস্ট দুপুর ১২ টার সময় কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সদর উপজেলার কাটাখালী স্কুলে শ্রেণী কক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শাহজাহান মৃধা।
সভায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফুজ্জামান হিশাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক শ্যামল কুমার বিশ্বাস, আবু হানিফ, সুশান্ত কুমার বিশ্বাস, নিশিকান্ত বিশ্বাস, তরিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, রাজিয়া খাতুন, রীতা বিশ্বাস, অরিন্দম বর, শারাবান তাহুরা, ইমাম হোসেন, শাহিনুল ইসলাম, সাইদুর রহমান, অফিস সহকারী আক্কাছ আলী, ট্রেড অ্যাসিস্ট্যান্ট (সিভিল) জাবেদ হোসেন, জেনারেল মেকানিক্স আব্দুস সোবহান সহ প্রমুখ।
সভার শুরুতে সভাপতি আলহাজ্ব আশরাফুজ্জামান হিশাম মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মৃধা।
অনুষ্ঠান সভায় প্রধান অতিথি আলহাজ্ব আশরাফুজ্জামান হিশাম বলেন, ১৫ আগস্ট ১৯৭৫ সালে রাতে কিছু বিপদগামী লোকজন স্বাধীন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
তিনি কোমলপ্রাণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা সুন্দর ও ভালো করে মনযোগ সহকারে লেখাপড়া করবে, শিক্ষকদের উপদেশ ও কথা শুনবে এবং ঠিকমত নিয়মিত স্কুলে আসবে।
তিনি আরও বলেন, স্কুলের যাবতীয় উন্নয়ন মূলক কাজ ও সেই সাথে স্কুলের মাঠ প্রাঙ্গণেরও উন্নয়ন করা হবে।
প্রিন্ট