কুষ্টিয়ার ভেড়ামারার দফাদার ফিলিং স্টেশনে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজন শাহাজুল ইসলাম (৩০) ও বিজয় (৩২) মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহতর বাড়ি দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামে বলে জানা যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরো চার জন।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ও ধরমপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ হোমিও ডাক্তারকে হত্যার দায়ে কুষ্টিয়ায় ৪ জেএমবির যাবজ্জীবন
আগুন নিয়ন্ত্রনে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট।
প্রাথমিকভাবে জানা গেছে দুজনই ঐ ফিলিং স্টেশনে তেল কিনতে এসে ছিলো। তবে কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয় তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রিন্ট