রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটিতে পদ পূনর্বিন্যাস করা হয়েছে। বৃহস্পতিবার ১১ আগস্ট সমিতির সাধারণ সভায় কমিটির ৫টি পদে পূনর্বিন্যাস করা হয়। এতে আব্দুল আলীম মুন্সী সাধারণ সম্পাদক, জালাল মন্ডল সহসাধারণ সম্পাদক এছাড়া আব্দুল হান্নান, মাসুদ রানা ও আব্দুর রশিদ বিশ্বাস সদস্য পদ পেয়েছেন।
পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহসভাপতি মাসুদ আলী বাদশার সঞ্চালনায় সাধারণ সভায় সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ সুজন, কোষাধ্যক্ষ রেজাউল করিম, সহকোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বাবলু, প্রচার সম্পাদক মো. শাহজাহান আলী, কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম এবং নতুন পদ পূনর্বিন্যাসকৃত নেতৃবৃন্দসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে স্কুল সভাপতির নেতিবাচক কর্মকান্ডে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগে থানায় ডায়েরী
পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহসভাপতি মাসুদ আলী বাদশা জানান, ওবায়দুল হক খান টিপু সাধারণ সম্পাদক পদ থেকে এবং আব্দুর রশিদ, অতুল সরকার ও আব্দুস সালাম সদস্য পদ থেকে পদত্যাগ করায় সমিতির কমিটিতে পদ পূনর্বিন্যাস করা হয়েছে। এছাড়া সাধারণ সভায় জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট