আরমান হোসেনঃ
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারাবো কুচপাড়া এলাকায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ শে জুলাই) রাত ৪টার দিকে আলম মিয়ার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০-২৫ জনের একটি ডাকাতদল বাড়ির লোহার তৈরি মূল ফটক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় আতংকিত বাড়ির লোকজনকে হামলা করতে গেলে তারা নিরাপত্তার জন্য পিছনের কক্ষে আশ্রয় নেয়। এসময় ডাকাতরা ঘরে আলমারি ও ওয়্যারড্রব থেকে ৩ ভরি স্বর্ণালংকার,আনুমানিক নগদ ৪ লাখ টাকা ও মূল্যবান জিনিস পত্র,দলিল দস্তাবেজ নিয়ে যায়।এক পর্যায়ে বাড়ির বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে ডিভিআর বক্স খুলে নেয়।
লুটপাট শেষে ডাকাতদল স্থান ত্যাগ করলে বাড়ির লোকজন ও ভাড়াটিয়াদের আর্তচিৎকারে এলাকার মানুষজন রাস্তায় বের হয়। পরে কাশিমপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বিষয়টিকে ডাকাতি না বলে অন্যভাবে অভিযোগ দেয়ার জন্য ভুক্তভোগী পরিবারের উপর চাপ দেন।এ রিপোর্ট লেখা অবধি এখনো কোন অভিযোগ গ্রহন করে নি থানা পুলিশ।
প্রিন্ট