কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষক সমিতির হলরুমে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আরসি ইন্সক্টের আহমাদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খাইরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদ আকবর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক তুরান আলী মোল্লা প্রমুখ।
আরও পড়ুনঃ পদ্মা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
এছাড়াও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট