কুষ্টিয়ার খোকসায় শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোকসা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সভাপতি নির্বাচিত হন।
গতকাল দুপুরে খোকসা মাধ্যমিক শিক্ষা অফিসে পরিচালনা পরিষদের নির্বাচিত সদস্যদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সাবেক শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তিনি বিগত দিনেও সভাপতির থাকাকালীন সময় সুনামের সাথে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, স্কুলের প্রধান শিক্ষক আইন উদ্দিন ও পরিচালনা পরিষদের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগন।
প্রিন্ট