কুষ্টিয়ার খোকসায় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন ১২৭ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এর আগে সকালে খোকসা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর এবং প্রধানমন্ত্রীর সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়।
পরে এ উপলক্ষ্যে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোছাঃ শারমিন আক্তার।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ হাসান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, উপকারভোগী ভূমিহীন, সুধী ও সাংবাদিকগণ । এবারে খোকসা উপজেলায় বেতবাড়ীয় ইউনিয়নে বামুনপাড়ায় ১০৭ ও শোমসপুর ইউনিয়নে শোমসপুরে ২০জন ভূমিহীন গৃহহীন মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
প্রিন্ট