ফরিদপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব গঙ্গাজল অর্পণ পালন করা হয়েছে।গঙ্গাজল অর্পণ কমিটির উদ্যোগে আজ দিবা গত রাত চারটা থেকে এ অনুষ্ঠান পালন করা হয়।
এ উপলক্ষে শহরের নিলটুলী সার্বজনীন কালী মন্দির, শ্রী শ্রী কৈলাশ ধাম শিব মন্দির চক বাজার,শ্রী শ্রী গৌর গোপাল আঙ্গিনা শিব মন্দির, শ্রী শ্রী মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির ও নন্দালয় শিব মন্দিরে ভক্ত এবং পূণ্যার্থীদের সমাগম হয়।
জানা গেছে শহরের পদ্মা নদী এবং কুমার নদীর জল সংগ্রহ করে পুনাথীরা বাবা ভোলানাথের মাথায় এ গঙ্গা জল অর্পণ করে।
এ সংবাদ লেখা পর্যন্ত বেশ কিছু মন্দিরে ভক্তবৃন্দ গঙ্গাজল নিয়ে অপেক্ষমান রয়েছে।এসব মন্দিরে অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হচ্ছে ।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এর আগমন লক্ষ্য করা যায়। অনুষ্ঠান চলাকালে কোথাও কোন আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা প্রসাদ বিতরণ অনুষ্ঠান গুলো জানা গেছে ।
এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
প্রিন্ট