শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই প্রতিপাদ্য মটোকে সামনে নিয়ে আনসার ও ভিডিপি বাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২২ এর আয়োজন করা হয়।বুধবার ৬ জুলাই সকাল ৯’টার সময় থেকে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাগুরা এর আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ অভিযান মাগুরা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরীর তত্ত্বাবধানে সার্বিক ভাবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল, সার্কেল এ্যাডজুট্যান্ট আজিজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. টিপু সুলতান গাজী, সদর উপজেলা প্রশিক্ষিকা ষষ্ঠী রাণী মজুমদার, প্রশিক্ষক টিপু বিশ্বাস সহ আনসার ব্যাটালিয়ন, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও ভিডিপি সদস্য বৃন্দগণ।
আষাঢ়ের এই বর্ষা মৌসুমে বৃক্ষ রোপণ অভিযানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় জেলা আনসার ও ভিডিপি চত্বরে এবং ভিডিপি সদস্যদের মাঝে গাছ বিতরণ করা হয়। এরপর আঠারখাদা ইউনিয়নের আলিধানি গ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্লাবের চারপাশে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. টিপু সুলতান গাজীর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়।
প্রিন্ট