কুষ্টিয়ার খোকসায় সোনালী ব্যাংক লিমিটেড শোমসপুর শাখার সম্মানিত গ্রাহক ও সিএমএসএমই উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম।
প্রধান অতিথি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন সোনালী ব্যাংক সব সময় আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের খুশি করাই আমাদের কাজ। ব্যাংকের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের কাজ। তিনি আরো বলেন আগামীতে শোমসপুর সোনালী ব্যাংক শাখার মাধ্যমে জনগণ তাদের আকাঙ্ক্ষিত সেবা পাবে বলে আমার বিশ্বাস। ব্যাংকের সেবার ব্যাপারে কর্মকর্তা কর্মচারীগণ কোন প্রকার গাফিলতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ জামিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দীন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক শোমসপুর শাখা ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ। উপস্থিত ছিলেন ভবনের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর হক নয়ন, আসাদুল হক, রেজাউল করিম কিরণ, বিশিষ্ট ব্যবসায়ী এস এম শফিউল আলম মিটল, মতিয়ার রহমান, আব্দুস সালাম খান, জিল্লুর রহমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। এছাড়াও ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, শুধী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রিন্ট