নগরকান্দা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদের বিরুদ্ধে স্বাস্থ্য সহকারী ও সিনিয়র স্টাফ নার্সদের সিভিল সার্জন বরাবর করা অভিযোগকে মিথ্যা দাবি করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ সংবাদ সম্মেলন করে।
উল্লেখ্য যে গত ২৩ জুন ২০২২ তারিখে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন স্বাস্থ্য সহকারী ও স্টাফ নার্স কর্তৃক বর্নিত কর্মকর্তার বিরুদ্ধে বরাদ্দকৃত বিভিন্ন খাতের অর্থ লুটপাট, স্টাফদের হয়রানি ও চাকরিচ্যুত করার হুমকি প্রদানসহ অন্যান্য অভিযোগ সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদের বিরুদ্ধে স্বাস্থ্য সহকারী ও সিনিয়র স্টাফ নার্স কর্তৃক সিভিল সার্জন বরাবর করা অভিযোগকে মিথ্যা দাবি করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ সংবাদ এই সম্মেলন করে।
প্রিন্ট